স্থানীয় সংবাদাতাঃ ১ লা সেপ্টেম্বর শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ অনুর্ধ-১৭। রামপাল উপজেলার ইউনিয়ন গুলোর ভিতর হয়ে যাওয়া খেলার আজ সোমবার দুপুর ২ টার সময় রাজনগর ইউনিয়ন বনাম রামপাল পেড়িখালী ইউনিয়ন । উক্ত খেলায় রাজনগর ইউনিয়ন ১-০ গোলে পেড়িখালী ইউনিয়কে পরাজিত করে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, রামপাল উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান। আরো উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সরদার আঃ হান্নান ডাবলু ও পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যান মহোদ্বয়। উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন আওয়ামীলিগের নেতাবৃন্ধ। রাজনগর ইউনিয়নের ফুটবল টিম অনুর্ধ-১৭ এ ছিলেন জুয়েল,বুরহান,মিকাইল,বিপুল,ইমন,তানভির,ইরান,মাজহারুল,ইনজামুল,আশিক(কি) , সাইদুল,রনি,,, প্রমুখ।