সবুজে ঢাকা বাড়ি! পাথরের দেয়াল, ছাদ, সিঁড়ি বেয়ে উঠে গেছে গুল্মলতা। জানালা-দরজাও বাদ পড়েনি।
প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে বাড়িগুলো। চীনের শেংশান দ্বীপের হউটোওয়ান গ্রামের চিত্র এটি। ঝেজিয়াং প্রদেশের এ গ্রামটি এক সময় সমৃদ্ধশালী মৎস্য শিকার কেন্দ্র ছিল। এখন এটি জনমানবশূন্য। পরিত্যক্ত জেলেপাড়ার দালানের প্রাচীর বেয়ে বেড়ে ওঠা লতাগুলো এতটাই পরিপাটি যেন নিপুণ হাতে গাঁথা।
এখানে ২ হাজার জেলের বাস ছিল। ১৯৯০-এর দশকে তারা জীবিকা ও অর্থনৈতিক টানাপোড়েনে চীনের মূল ভূখণ্ডে চলে যান।
তাদের পরিত্যক্ত বাড়িগুলো এখন প্রকৃতির সাম্রাজ্য। দালানগুলো পরিত্যক্ত হওয়ার পর দীর্ঘসময় ধরে এসব লতানো গাছে ছেয়ে গেছে পুরো জায়গা। দ্বীপটিতে প্রকৃতি সংসার পেতেছে মনের মতো করে এএফপি