মিয়া রাকিবুল (স্টাফ রিপোর্টার) : আলফাডাঙ্গায় ভার্চুয়ালে সমাজ উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জনপ্রিয় ভার্চুয়াল প্লাটফর্ম আলফাডাঙ্গা ইউনিয়ন ফেসবুক পেইজ,হৃদয়ে আলফাডাঙ্গা ফেসবুক গ্রুপ ও মধুমতি পাড়ের লেখিয়ে গ্রুপের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার কুটুমবাড়ী কফি হাউজে এম.এম লিয়াকত হোসেন (লিটন) এর সভাপতিত্বে ও মিয়া রাকিবুলের পরিচালনায় এবং ইকরামুজ্জামানের সার্বিক সহযোগিতায় প্রায় তিন ঘন্টা ব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তৃতা প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মমতাজ আল শিবলী,উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা কামরুল হোসাইন,বার্তাকন্ঠের সম্পাদক ও প্রকাশক আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ার শিশির ,দৈনিক সময়ের সমাচারের নির্বাহী সম্পাদক মোনেম সরকার,
সাংস্কৃতিক কর্মী রিয়াজ মুস্তাফিজ,ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় ভার্চুয়াল জগতে যারা আলফাডাঙ্গার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছে তাদের উৎসাহ ও ধন্যবাদ জানান।m