আরমান উজ্জামান রাজু (সি: স্টাফ রিপোর্টার) বার্তাকন্ঠ.কম :
শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলফাডাঙ্গা উপজেলা ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি,বার্তাকন্ঠ.কম এর আইন উপদেষ্টা ও আলফাডাঙ্গা পৌর-সভার সম্ভাব মেয়র পদ-প্রার্থী এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না
মন্ডপ পরিদর্শনকালে সকলের সাথে শুভেচ্ছা বিণিময় কালে বলেন ,-সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে।রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে ।স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।আমাদের জাতীয় প্রতীকের মধ্যে কোথাও কোনো বিশেষ ধর্মের ইঙ্গিত নেই।একে অপরকে বাদ দিয়ে এ দেশকে উন্নতির উচ্চশেখরে নিয়ে যাওয়া সম্ভব নয়।তাই হাতে হাত রেখে দেশকে এগিয়ে যেতে হবে।ধর্ম যার যার উৎসব সবার এটাই বাংলাদেশের মূলনীতি।।১৯৭১ সালে সবাই এক সাথে মিলে এ দেশ স্বাধীন করেছে।বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।শেখ হাসিনার সরকার আলফাডাঙ্গা উন্নয়নে ব্যাপক ভূমিকার পালন করেছে।তিঁনি আর বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত এই স্লোগানকে মাথায় রেখে, ইতি মধ্যে আলফাডাঙ্গা ডিগ্রী কলেজ ও আলফাডাঙ্গা আরিফুরজ্জামান উচ্চ বিদ্যালয় সরকারিকরণ ঘোষনা করেছে সরকার, যাহা আলফাডাঙ্গা জনসাধারণের অভিস্বারণীয় থাকবে ।
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকার বার বার দরকার। আগামী ২০১৯ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমাদের আবারো ক্ষমতায় আনতে হবে। এ দেশকে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার সরকার এর বিকল্প নেই। দেশের মানুষ আজ তাদের ভাল-মন্দ বোঝে তাই তারা নৌকার সমর্থন করে ।এ সময় তিঁনি নৌকার স্লোগান দেন ফলে উৎসব মুখরিত হয়ে উঠে নৌকা মানে স্বাধীনতা,নৌকা মানে শান্তির প্রতিক,নৌকা মানে সোনার বাংলা, নৌকায় আস্থা রাখুন, নৌকার পাশে থাকুন। দেশরত্ন শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার জন্য দেশের জন্য কাজ করুন। তাঁর সাথে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন খান মিজানুর রহমান মিজান সভাপতি আলফাডাঙ্গা শাখা উপজেলা ছাত্রলীগ, আরো ছিলেন যুবলীগ নেতাকর্মী,কৃষকলীগ নেতাকর্মী,ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলা যুব সমিতির সদস্যরা ।