বাংলাদেশের কোনো নারী কণ্ঠশিল্পীর এখনও দশ লাখ ফেসবুক ফলোয়ার হয়নি। এর কাছাকাছি অনেকে পৌছালেও জনপ্রিয়তার কারণে এরইমধ্যে প্রবাসী বাংলাদেশি শিল্পী শাহানা কাজীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা এখন দশ লাখের উপরে।
শাহানা কাজী বলেন, আমি সবসময়ই শ্রোতাদের সঙ্গে নিজের আনন্দ শেয়ার করতে চাই। আজ আমি তাদের জন্যই এতদূর আসতে পেরেছি। সামনে শ্রোতাদের জন্য নতুন কাজ করছি। শিগগিরই সেই খবর জানাতে চাই।’
সম্প্রতি ফেসবুকে নিজের ফ্যান সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাওয়ায় একটি ছবি আপলোড করে তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।
গত বছর কানাডার টরেন্টো থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার কথা’। তিনি বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন। শাহানা কাজীর নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শিগগিরই তাঁর নতুন গানের ভিডিও শ্রোতারা দেখতে পাবেন বলে জানিয়েছেন।