বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায় এক দশক তুমুল জনপ্রিয়তা নিয়েই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে স্বরাজ করেছেন সুপারস্টার শাকিব খানের সাথে। কিন্তু জনপ্রিয়তার মাঝখানেই হঠাৎ উধাও হয়ে যান তিনি। এরপরই তার নামে উঠে বিভিন্ন গুঞ্জন। শাকিবের সঙ্গে বিয়ে এবং সন্তান জন্মদানের ঘটনাও শোনা যায় তার নামে। তবে কিছুই পরিস্কার নয়। আর এরমাঝেই শোনা গেল দেশে ফিরছেন অপু!
নিখোঁজ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস দেশে ফিরছেন বলে গুঞ্জন উঠেছে। তার ফেরার গুঞ্জন নিয়েও ছড়াচ্ছে ডালপালা। যার পুরোটাই রয়েছে শাকিব খানকে ঘিরে! কেউ কেউ আবার বলছেন, মা হয়েছেন অপু! সেই সন্তানের বাবা শাকিব।
নবজাতক সন্তানকে নিয়ে কলকাতায় নাকি অবস্থান করছেন অপু। তবে আগামী বছরের জানুয়ারিতেই অপু বিশ্বাস দেশে ফিরবেন বলে খবর ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু অনলাইনে এমন খবর চাউর হয়।
গুঞ্জন চলছে ভারতের শিলিগুড়িতে একটি হাসপাতালে সন্তান জন্ম দেন অপু।
যদিও অজ্ঞাত পরিচয়ে কলকাতা থেকে এ দেশের কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছেন অপুর আত্মীয় পরিচয় দেয়া কেউ একজন।
তবে আসলে সে কে, কিইবা তার পরিচয়- সে সম্পর্কেও রয়েছে যথেষ্ট প্রশ্ন। কারণ ফোনে বার্তা প্রেরণকারী তার সুনির্দিষ্ট পরিচয় প্রদান করেননি।
অপুর ‘কাজিন’ বলে দায়সারা পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবকিছু। শাকিব-অপুর ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক তথ্যই তিনি বলার চেষ্টা করেছেন। যার কোনো সত্যতা উপস্থাপন করার সাহস তিনি দেখাতে পারেননি। কিংবা এ সংক্রান্ত কোনো প্রমাণাদি এখনও পর্যন্ত হস্তান্তর করেননি।